কিলোমিটারে বাস ভাড়া কমতে পারে ৪-৫ পয়সা
জ্বালানি তেল আর বাস ভাড়ায় এই ‘সমন্বয়ে’র ঘোষণাতেও অবশ্য সন্তুষ্ট হতে পারছেন না যাত্রীরা। একে ‘লোক দেখানো’ বলে মনে করছেন তারা। বলছেন, বড় অঙ্কে তেলের দাম ও বাস ভাড়া বাড়ানোর পর যেটুকু কমানো হচ্ছে, তা নগণ্য। এতে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়বে না। এদিকে জ্বালানি তেলের নতুন দাম অনুযায়ী ভোক্তা…